উইন্ডোজ ফোনের সর্বশেষ ভার্শন উইন্ডোজ ১০ এ রয়েছে বিল্ট-ইন ভয়েস কল রেকর্ডের সুবিধা। অনেকে আগে থেকে এটি জানলেও বেশিরভাগের কাছেই এটি অজানা। ভাবছেন কিভাবে এই ফিচারটি ব্যাবহার করে ভয়েস কল রেকর্ড করবেন? নো চিন্তা। আজকের এই আর্টিকেলেই আমি উপস্থাপন করবো কিভাবে উইন্ডোজ ১০ মোবাইলে ভয়েস কল রেকর্ড করবেন। এই পদ্ধতিটি যেকোন উইন্ডোজ ১০ চালিত লুমিয়া ফোন ও অন্য ডিভাইস গুলোতে কাজ করবে।
যেভাবে উইন্ডোজ ১০ মোবাইলে ভয়েস কল রেকর্ড করবোঃ
জেনে রাখা ভালো এই পদ্ধতিটি কোন উইন্ডোজ ফোন অর্থাৎ পুরাতন লুমিয়া ফোনে কাজ করবে না। কেবল যারা উইন্ডোজ ১০ এ উপগ্রেড করেছেন তারাই এই সুবিধাটি উপভোগ করতে পারবেন। যাইহোক, কল রেকর্ড করতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুনঃ
প্রথম ধাপঃ ভয়েস কল রেকর্ড ফিচারটি চালু করুন
- প্রথমেই আপনার মোবাইলে Settings > System > Phone এই লোকেশনে যান।
- তারপর কিছুটা নিচের দিকে দেখতে পাবেন Choose the app you want to use to manage recorded phone calls। বাই ডিফল্ট এটি None এ সেট করা থাকবে। তাই None উপর টাচ করুন এবং সিলেক্ট করুন Voice Recorder।
উপরের কাজ গুলো হয়ে গেলে পরবর্তী ধাপটি ফলো করুন।
দ্বিতীয় ধাপঃ উইন্ডোজ ১০ মোবাইলে ভয়েস কল রেকর্ড করুন
- প্রথমেই আপনার অন্য কোন মোবাইলে বা কোন বন্ধুকে কল করুন।
- তারপর Record নামের নতুন একটি বাটন দেখতে পাবেন। তার উপর টাচ করুন।
- এরপর কল রেকর্ড হওয়া শুরু হবে।
শেষ ধাপঃ কিভাবে রেকর্ড করা কলের কথোপকথন শুনবেন
- এবার phone নামের অ্যাপটি ওপেন করুন। অর্থাৎ ডায়াল প্যাড যেখানে থাকে সেই আপটি ওপেন করুন।
- এবার ফোন অ্যাপের মেনু ওপেন করুন। মেনু ওপেন করতে থ্রি ডট বা ৩ টি ফোঁটাওয়ালা বাটনে টাচ করুন।
- সদ্য ওপেন হওয়া মেনুতে Recorded Calls নামের একটি অপশন দেখতে পাবেন। সেটি ওপেন করুন।
- এবার রেকর্ড হওয়া সমস্ত কল গুলো আপনি দেখতে পাবেন। যেটি ইচ্ছা সেটি প্লে করে শুনতে থাকুন।
রেকর্ড হওয়া প্রত্যেকটা অডিও ফাইল গুলো MP4 ফরম্যাটে থাকবে যার বিটরেট হবে 174।
উৎসঃ https://www.xtremerain.com/record-voice-call-windows-10/